Privacy Policy
🛡️ গোপনীয়তা নীতি (Privacy Policy)
AK Baby Toys আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। এই নীতি ব্যাখ্যা করে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষা করি। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই নীতির শর্তসমূহে সম্মতি প্রদান করছেন।
🔹 ১. তথ্য সংগ্রহ
আমরা আপনার কাছ থেকে নিম্নলিখিত তথ্য সংগ্রহ করতে পারি:
-
নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা
-
ডেলিভারি ঠিকানা
-
অর্ডার ও পেমেন্ট সংক্রান্ত তথ্য
-
ওয়েবসাইট ব্যবহারের সময় স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত তথ্য (যেমন: ব্রাউজার টাইপ, আইপি অ্যাড্রেস, কুকিজ ইত্যাদি)
🔹 ২. তথ্য ব্যবহারের উদ্দেশ্য
আমরা আপনার তথ্য ব্যবহারের জন্য নিম্নলিখিত উদ্দেশ্য নির্ধারণ করেছি:
-
আপনার অর্ডার প্রসেসিং ও ডেলিভারি নিশ্চিত করতে
-
গ্রাহক সেবা, সাপোর্ট ও অনুসন্ধান সম্পন্ন করতে
-
অফার, ডিসকাউন্ট, নতুন পণ্য ও আপডেট সংক্রান্ত নোটিফিকেশন পাঠাতে
-
আমাদের ওয়েবসাইট ও সেবা আরও উন্নত করতে
🔹 ৩. তথ্য সুরক্ষা
আমরা আপনার তথ্য নিরাপদ রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি।
আপনার ব্যক্তিগত তথ্য কখনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা অযথা শেয়ার করা হয় না।
শুধুমাত্র অর্ডার সম্পন্ন করতে প্রয়োজনীয় ক্ষেত্রে (যেমন: কুরিয়ার সার্ভিস) সীমিতভাবে শেয়ার করা হতে পারে।
🔹 ৪. কুকিজ (Cookies)
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার সময় আপনার ব্রাউজারে কুকিজ সংরক্ষিত হতে পারে।
এগুলো আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে।
আপনি চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারেন।
🔹 ৫. তৃতীয় পক্ষের লিংক
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা বিজ্ঞাপনের লিংক থাকতে পারে।
ঐ সাইটগুলোর গোপনীয়তা নীতির জন্য AK Baby Toys কোনোভাবেই দায়ী নয়।
সেগুলো ব্যবহারের আগে তাদের নিজস্ব নীতি পড়ে নিন।
🔹 ৬. তথ্য পরিবর্তন বা মুছে ফেলা
আপনি যেকোনো সময় আপনার ব্যক্তিগত তথ্য পরিবর্তন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
যোগাযোগ করুন:
📧
akbabytoys47@gmail.com
🔹 ৭. নীতির পরিবর্তন
AK Baby Toys যেকোনো সময় গোপনীয়তা নীতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
নীতি পরিবর্তিত হলে তা আমাদের ওয়েবসাইটে আপডেট করা হবে এবং আপডেটের তারিখ থেকে কার্যকর হবে।
🔹 ৮. যোগাযোগ
এই গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে যোগাযোগ করুন:
📧
akbabytoys47@gmail.com
নোট: এই নীতির হিন্দি অনুবাদ প্রয়োজন হলে অনুগ্রহ করে আমাদেরকে জানান — Hindi translation available on request।
অফিস/ডেলিভারি লোকেশন: Siliguri, India (আপনি চাইলে এই অংশ আপনার ঠিকানায় পরিবর্তন করতে পারেন)।
Baby Walker
Baby Portable Table
Baby Rocking Chair
Baby Bouncer
Baby ball House
baby Carrier
Baby Winter Collection
Baby Bicycle
Baby Bike